বিভিন্ন রকমের আচারের মধ্যে রসুনের আচার অন্যতম। রসুন আমাদের শরীরে প্রাকৃতিক এন্টিবায়োটিক হিসেবে কাজ করে। রসুনের আচার শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থের জন্যেও বেশ উপকারি।
→ কাদের জন্য:
এই আচার ছোট বড় সবাই খেতে পারবে। তবে যারা রসুনের উপকারিতা জানেন, অথচ কাচা রসুন খেতে কষ্ট হয়,বা খেতে পারেননা, তারা রসুনের আচারটা খেতে পারেন। এই আচার স্বাদে যেমন লোভনীয়,উপকারিতাও অনেক।
→ উপকরণ :
রসুন,তেঁতুল,লবন,চিনি,আদা ,ভিনেগার,কালো গোল মরিচ,
সরিষার তেল, পাঁচ-ফোঁড়ন,সরিষা ,লাল মরিচ খুলনার বিখ্যাত চুইঝাল।
Monika das –
Very testy, I’m satisfied.❤️
Nasrin Tony –
ভালো হইছে তাই আরেকটা অর্ডার করলাম, ধন্যবাদ আগেরটার মতো সেম দিবেন প্লিজ।
Nure Jannat Diya –
৫ দিন পর পেয়েছি, প্যাকেজিং সুন্দর হইছে স্বাদ ভালোই, তবে ডেলিভারি টাইমটা আরো দ্রুত করবেন।