আলুবোখারা বাংলাদেশে স্বল্প ব্যবহৃত একটি উচ্চমূল্যের মসলা জাতীয় ফসল।
আলুবোখারা দিয়ে জ্যাম , জেলি , চাটনি , কেক , আচার প্রভৃতি তৈরি করা যায়। মধ্য ইংল্যান্ডে সিডার জাতীয় অ্যালকোহলিক বেভারেজ যা প্লাম জাবকাস নামে পরিচিত তা আলুবোখারা থেকেই প্রস্তুত করা হয় । শুকনা আলুবোখারা (যা প্রুন নামে পরিচিত) মিষ্টি , রসালো এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ।
Jobaida rahman –
স্বাদ, মান দুটোই ভালো নিতে পারেন।